মুখোশটা কে আসল করে
চল রে দুনিয়ায়ে
দেখ রঙ্গ রসের খেলা
দেখ রে তিন বেলা
বাইরে বসায় বিচার
আসন
অন্তরে পাপ দুই বেলা
দেখ রঙ্গ রসের খেলা
বুক চিতিয়ে ঘুরছে
দেখ
নেকড়ে শেয়াল হায়েনা
সাদা সিধে জীব গুলো
কে
চোখে দেখা জায়েনা
জগত জুড়ে মেলা
দেখ রঙ্গ রসের খেলা
ঢাক পিটয়ে বলে
গল্প ঝুরি ঝুরি
কালকে যদি ধরা পড়ে
থুড়ি থুড়ি থুড়ি
জগত জুড়ে মেলা
দেখ রঙ্গ রসের খেলা
বাইরে সবাই আপন আপন
মনের ভিতর শ্লথ
আলতো বাতাস লাগে
গায়ে
ভেঙ্গে গেল ফট
জগত জুড়ে মেলা
দেখ রঙ্গ রসের খেলা
No comments:
Post a Comment