Wednesday, December 15, 2021

মন মিতা

 আয় মন একটু ঘুরে আসি 

 এ ঘর নয়, ও ঘর নয়

পাহাড়, নদী, সমুদ্র নয়

এ এক অন্য ঘোরা

এবার নতুন ঘোরা  

তুই আমি মুখোমুখি বসি

অনেক হল পরের কথা বলা

এবার আয় নিজের কথায় আসি

যে কথার কথা কেউ জানে না

না জেনেই করে হাঁসা হাঁসি

আজ সে কথায় আসি

ও মন, তোকে বন্ধক রেখে

সুদ গুনেছি বড়ই বেশী

এবার তবে তুই হারা আমি

আর আমি হারা তুই

এক হয়ে হাঁফ ছেড়ে বাঁচি

মন মিতা তুই দেখ না এসে

খোলস ছাড়া আমি টা কে

দশে গুনে মেশামিশি

জানিস তবে এটাই খাঁটি।


এখন অনেক রাত

 এখন অনেক রাত

ইতি উতি জ্বলছে কিছু বাতি

ক্লান্ত জীবন ঘুমের কোলে শুয়ে

চায় ধরতে আর এক আধা ভুবন


দেখা যায় বাঁকা চাঁদ এক ফালি

জ্যোৎস্না দিয়ে ধুয়ে দিচ্ছে পথ

তারই উপর চলছে যেন ধেয়ে

স্বপ্ন বোঝাই কার সে জয় রথ


হাত বাড়িয়ে দাঁড়িয়ে সারী সারী

কাঙাল গুলো লোলুপ দৃষ্টি হানে

স্বপ্ন ভেঙ্গে এক আধ টুকরো যদি

ছিটকে পরে কভু কারো পানে  


কুড়িয়ে নিয়ে ফেলবে ঝোলায় পুরে

ফিরবে নিয়ে দিনের সঞ্চয়

দু দিন না হয় কাটবে হেসে খেলে

ভুলে প্রতি দিনের পরাজয়।।



ভিন দেশী তারা

 তোদের মাঝে এসেছিল

ভিন দেশের এক তারা

ডেকেছিল আদর করে

তোরা দিলি না কেউ সাড়া 

সে আপন মনে গেয়ে গেল গান

তখন শুনলি না সেই তান

তোদের হাঁসি খেলার মেলার মাঝে 

তোরা দিস নি তারে স্থান 

যখন খুদ্র আলো মলিন হয়ে

হল আন্ধার রাতে হারা

খুঁজতে এলি ভিন দেশী সেই তারা।।


একই ভুল

 

প্রতি দিন একই ভুল করিস কি করে?
কথায় আছে,  দেখে শেখ না হয় ঠেকে শেখ
তোর কেনো শেখা হয় না
রোজ সকালে আধ পোড়া মন
চাঙ্গা করে আবার পুড়তে থাকিস
দিনের শেষে সেই তো ঘরে ফিরিস্
এক মুঠো ছাই হাতে করে
আশা করা আর আশা ভাঙ্গার খেলা
খেলেই চলিস ক্ষণে ক্ষণে
ভুলের ও কোন দিন ভুল হয়
তুই তবু ভুল করতে ভুলিস না
দিন থেকে মাস, মাস থেকে বছর
চলে তোর একগুঁয়ে, জেদি ভুল করা
আর তোর খেলাঘরে আগুন লাগে
তোর সাজানো বাগান যায় শুকিয়ে
ফাঁক আর ফাঁকি নিয়ে গড়িস সংসার।

চুরি করা প্রেম

 

চুরি করে প্রেম করিস তুই 
তাই প্রেম তোর কলঙ্ক ঢাকা 
ভাবনার জটলা পাকে
উড়ে না মেলে পাখা 
 
চাঁদ কে দেখেছিস কি 
লুকিয়ে জ্যোৎস্না ছড়ায়
ফুল কি কভু আপন সুবাস
ভেবে চিন্তে বাতাসে মিশায়?
 
আছে যদি বুকে প্রেম
তবে কেন থাকা বাঁধা
দিন গুলো তোর খাঁচার পাখি
উড়ে যেতে পায় বাধা
 
চুরি করে প্রেম করিস তুই
তোর প্রেমে তাই চোর কাঁটা
গোলাপ বলে তুলতে গেলে
রক্ত ঝরে ফোঁটা ফোঁটা।