Saturday, October 29, 2016

Variety

Some will hold your hand
Some will throw stones
Some will laud your stand
Some will pick bones
Keep walking, keep walking
You are not alone.

Some will shower praise
Some will voices raise
Some will turn their face
Some will names erase
Keep walking, keep walking
You will win your race.

Some will bring in light
Some your life will blight
Some will come and stand
Some will steal your land
Keep walking, keep walking
You'll create your brand.

Desire

Take me not to burning ghats
Nor to burial grounds
Feed me to your hungry dogs
My body I offer
To nourish starved bodies
My bones to chew
Let crows and vultures
Peck at me
Cleansing, purifying
I'll be a gift of life
I'll be a source of delight
I'll get my respite.
End my days of long nights
For years I've burned
In unseen flames
For years in graves
I've remained
Set me free, by your grace
I'll search, I'll find my new space.

Life's Philosophy

Your barbs bring strength
Your fire I embrace
Your ire gives scope
To look for new space.

 Glance from window seen
Reveals partial view
Panorama to take in
break walls that restrict you.

Point your finger at me
 What of the other three?
Give and take, give and take
There's much at stake
Learn and grow, learn and grow
There's a tomorrow.

Wednesday, October 5, 2016

নব দুর্গা

দুর্গা, তুমি দুর্গতিনাশিনী
কর শত অসুর নিধান
মা, মহিশাসুরমরদিনি
তাবে কেন হও তুমি
পর অস্ত্রধারিণী?
দেবকুল পেয়ে বিষম ভয়
তোমায় ডেকে পাঠায়ে রণে
করতে শত্রু জয়
তোমার হাতে তাদের অস্ত্র শানে
তোমার অস্ত্র লুকাও কোন খানে?
আপন সাজে নাও মা সেজে
হও মা নির্ভয়
দেব দানবের দ্বন্দ ছেড়ে
এবার কর পাপের লয়।।

Monday, October 3, 2016

চাওয়া

আমি চাইনা হতে 
গুল বাগিচার
সুগন্ধি গোলাপ
তার রূপ ক্ষণস্থায়ী
তা কে তুলতে গেলে
রক্ত ঝরে
বক্ষে লাগে আঘাত
ও সগন্ধি গলাপ।

তোকে বলে ফুলের রানী
তাই দেখাস গুমোর মানি
তোর অঙ্গ কোমল
আর সঙ্গ বিরল
বাতাস দোলা দিলে
ঝরে পড়িস প্রতিপল
তাই চাইনে তোর আদল
ও সুগন্ধি গলাপ।।


After Heart Break

She broke my heart today
with cruel words
She choked my voice today
o that was worse.

A pain I felt
in shame, I dealt
my world turned grey
To go or stay
didn't know my way
It was winter in May.

Now days will pass
patches of grass
will grow neath my feet
The sun will come back
tread on beaten track
heart's pieces ne'er retrieve.

রোজ আমি নতুন করে লিখি
তুমি আমির হারানো গল্প গাথা
চলতে চলতে হোঁচট খ্যে থামা
ভরি কত পাতার পর পাতা।

রোজ আমি নতুন করে বুঝি
তুমি আমি বলছি দুই কথা
আপন মনে করি আলাপচারি
তুমি আমির ভিন্ন অভিলাশা।

তুমি আমি চলছি অচিন পথ 
আসা যাওয়া, উঠা বসা ঘাঁটা
তুমি আমি পৌঁছে গেলে পরে
ফুরিয়ে যাবে ছকে বাঁধা হাঁটা।

তুমি আমির জীবন নিয়ে খেলে
আসে বসে রসিক বিধাতা
ভালো মন্দ হিসাব লিখে রাখে
খুলে নিয়ে চিত্রগুপ্তের খাতা।।