Wednesday, November 30, 2022

তুমি ও আমি

 জোর করে ধরে রাখায়ে আমার স্পৃহা নেই

ভাল করে জান তুমি

যদি চলে যেতে চাও, চলে যাও

নিজেকে সামলে নেব আমি।


আদায় করা আমার নিতি নয়

ভাল করে বোঝ তুমি

যদি দিতে না চাও, নাই বা দাও

নিজেকে বুঝিয়ে নেব আমি।


ভালবাসায় হিসাব কসিনি আমি

অজানা না তা তোমার

যদি ছক মিলিয়ে ভালবাস, তাই কর

নিজেকে ভুলিয়ে নেব আমি।


আলোর অপর পারে আঁধার আছে

কায়ার সাথে হাঁটে ছায়া

যদি দুই জগতে চলতে চাও, তাই কর

নিজের জাগত গড়ে নেব আমি।।

Monday, November 28, 2022

চল মন

 চল মন বেড়াতে যাই

ঘরে বসে থাকা হল বালাই

চল তবে বেড়াতে যাই

খাঁচা খানা ছেড়ে দিয়ে

ভাঙা ডানা ছোটফটিয়ে 

কোনোমতে উড়ে গিয়ে

নতুন একটা আকাশ পাই

চল চল বেড়াতে যাই

 

শেখান বুলি আওড়িয়ে

দাঁড়ে বসে দিন কাটিয়ে

কি ছাই রতন পেলি

মিছে কেন অন্তর খোয়াই

চল তবে বেড়াতে যাই

ঘর ছেড়ে চল পালাই।। 

প্রেমের উত্তরণ

 প্রেম এল উত্তাল তরঙ্গ

বাঁধ ভাঙ্গা প্লাবনে

খড় কুটো জীবন ভসিয়ে 

অসহায় আলিঙ্গনে পাড়ি দেয়

অজানাসাগর

 

ওঠা পড়া, ঘাত প্রতিঘাত

উচ্ছ্বাস, উন্মাদনা, পরিতৃপ্তি

বেদনা, হতাশা, অশ্রু 

পেরিয়ে হৃদয় ভঙ্গ

মধুর -কঠিন সে পথ চলা


অপেক্ষার দীপ শিখা জ্বেলে

আঁখি মেলে রাখা নিশফল 

আশাহত আশা পার করা 

নিরাশার ঘেরা টোপে

প্রেম ডোবে অতলে


সাগর কাড়ে, সাগর ই ফেরায়

প্রেমিকের নব জন্ম

নির্মল ভালবাসা হয়ে

মোহ মুক্ত, আশঁসন বিহীন

তুমি আছ, আমি আছি

বিরাট উন্মুক্ত অখিল।।


Saga of Humankind

 Free at birth, chained through life

After Death out in unknown wild

In between mine fields laid

Each step a threat, a throw of dice

Desperate efforts

Assigning meaning to meaningless

And all the while round on round

Aggrandize, annihilate, circumscribe

Minions posing as Titans

Specks of duat mistaken as mountains

Drops masquerade as oceans

Islands in solitary confinement.


Wednesday, November 16, 2022

৭০ এল

 আরও একটু এগিয়ে গেলাম

আর এক দশক এল

নতুন করে দেখি আবার

কি আছে আর দেখা

ইচ্ছে এবার বলছে ডেকে

আবার পাল্টে যা

গতে বাঁধা ইঁদুর দৌড় 

আর না, আর না।

পা ছড়িয়ে দুপুর রোদে

মনের সুত ছাড়ি

যাক সে সুদুর ভেসে

বছর গুলো ঘুরুক ফিরুক

যখন তখন গল্প লিখুক

পাঠক জনের হলে অভাব

নেই পরোয়া কিছু

ছুটতে আর হবে না

নামের পিছু পিছু

আছে অনেক জানার, বোঝার

দু চোখ মেলে থাকি

দুরের ডাক আসে যদি

দুয়ার খলা রাখি।।

 

আবল তাবল

মুখ রাখো ঢেকে 

চোখে যখন ঠুলি পরা 

কি হবে ছাই দেখে

আকাশ, ঘাস, রাস্তা, বাড়ি

সবই আছে ঠিক

মন টা হল গোলমেলে

করে টিকটিক

দাঁড়া, এবার ধমক খাবি

বুঝবি তখন মজা

কথায় কথায় বিগড়ে  যাবার

এটাই সঠিক সাজা ।


কি হয়েছে বলি

সকাল সকাল উঠে দেখি

মুখটা তোল হাঁড়ী 

মনের ডানা কাটা

যতই তারে ঝাপটাই

উড়ার উপায় নেই

দূরত্ব মেপে রাখি

হয় না কথাউ যাওয়া

বলছি কথা শোন

মনটা আজ বড়ই খারাপ

যতই খুঁজতে যাই

কারণ খুঞ্জে পাই না। 



Tuesday, November 8, 2022

মনের কুহক

 ও যদি চলে যায়, পিছু ডেক না 

অহেতুক আশা করে বসে থেকো না 


সোহাগের সময় সে যতই মধুর

কাল তারে ক্ষয় করে, যায় সে সুদুর 


নদীর স্রোত কে মিছে বেঁধে রেখ না

ঝরে যাওয়া ফুল দিয়ে মালা গেঁথো না


দিন আসে দিন যায় মানে না বাধা

কার হাতে ডোর ধরা মনে সে ধাঁধা


নীড় ছাড় উড়ে যাও পাখনা মেলা

শুরু হলে শেষ আছে, এটাই খেলা


ক্ষণিকের ভালবাসা, ক্ষণিকের জয়

মনের কুহক তারে ভাবে মধুময়।।

জটিল প্রশ্ন

 হয়ত তোমায় দেখলে চিনব না 

বলে বসব - আপনি কে? 

তুমি তখন অবাক হবে ভারি 

ডেকে ডেকে বলবে - আমি ! আমি!

মনে ভাবব - আমি তো সকলেই 

এই আমি কোন আমি না জানি 

মেনে না হয় নিলাম তুমিও কোন আমি

আমি এবার কি কড়ি তা জেনে? 

অচেনা এই চেনা মানুষ টি কে 

বসাব কি আমার ঘরে এনে? 

জটিল প্রশ্ন, জটিলতর ধাঁধা

আকাশ পাতাল ভাবি, জবাব আসে আধা।।

সোজা কথা

ওর বাপু মেলা কাম, ফুরসাত নেই 

বার বার ডাক কেন বুঝি না ছাই 

বাড়ি আছে, ঘর আছে, আছে নানা কাজ 

তার মাঝে ডাকা ডাকি নেই কোন লাজ 

হুট হাট হাঁকা হাঁকি করা কি যায়? 

তোমাদের দেশে বুঝি এমন টা হয়?

এইখানে নিয়মে বাঁধা রাত  দিন

 শাশনের কড়া কড়ি, জেনে রাখ ক্লিন 

সেই বুঝে যদি চল পাবে ভাল ফল 

দিন শেষে দুটি কথা, কদাচিৎ কল 

পার যদি তাই নিয়ে থাক তুমি খুশ

না পার তো উড়ে যাও, হুস হুস হুস

বাড়াবাড়ি করলেই কেটে দেব তার

কোন ভাবে জগাজগ হবে না কো আর।।