Thursday, March 8, 2018

Don't give: It's mine

You'll give me my rights
Thank you; that's kind, I'd say
But how do you give me
What's already mine, pray?
Borne in similar wombs
Sustained by same air
How do you see me
As a Second sex, just fair?
I'll go out or stay in
I'll live by own will
Don't tell me what to do
I've brains, same as you.
If you can't see that
I hardly care
Live life as equals
That's my dare!

Reflections On International Women's Day

A day set aside
A day celebrated with pride
To praise and eulogize
Even as wombs spill blood
Of unborn girl- child
As silent suffering suffocates
those that stay alive.
Curbs and restrictions
dogging each step
fingers pointed, voices raised
in admonition;
till tortures turn stale
to become her tale.
Dreams nipped in the bud
dreams unuttered
hearts drowned in blood
shackled and fettered
Every day, Every hour, Every turn
a matter of concern.
Yet WOMANHOOD unfurls
evolving with each twirl.

Monday, March 5, 2018

বাধা

হঠাত কেমন ইচ্ছে হল
হারিয়ে গেলে হয়
অমনি জাগল মনে ভয়-
পৃথিবীটা বিরাট আকার
যায় না দেখা এ পার ও পার
ঘর ছাড়া কি ঘরের হদিস পায়?

হল না আর হারিয়ে যাওয়া
লাগল না তাই পালে হাওয়া
থাকি বসে ঘরের কোণে
ভাবি কেবল মনে মনে
হারিয়ে গিয়ে পেতাম কিনা
স্বপ্নের আলয়।

ইচ্ছে ডেকে বলে আমায়
তাকা সম্মুখ পানে
দমকা বাতাস প্রতি কোনায়
উড়ুক মনের ফানুশ
চোখ রাঙ্গিয়ে ভয় ধমকায়
তুই বড্ড ছেলেমানুষ।

তোর একটু খানি বুদ্ধি যেন জাগে
সম্মুখ পানে পা বাড়াবার আগে
ডাইনে বাঁয়ে দেখ চেয়ে
হিসাব কোষে পাকা
পিছনে তোর কি পরে রয়
একটু খানি তাকা।

শুধু যদি করি হিসাব
ধরব কখন পথ?
সামনে আমার রাস্তা দেখি
তবু চলে না মোর রথ
এমনি করে দিন কেটে যায়
আর বলতে থাকি হায়।।