হঠাত কেমন ইচ্ছে হল
হারিয়ে গেলে হয়
অমনি জাগল মনে ভয়-
পৃথিবীটা বিরাট আকার
যায় না দেখা এ পার ও পার
ঘর ছাড়া কি ঘরের হদিস পায়?
হল না আর হারিয়ে যাওয়া
লাগল না তাই পালে হাওয়া
থাকি বসে ঘরের কোণে
ভাবি কেবল মনে মনে
হারিয়ে গিয়ে পেতাম কিনা
স্বপ্নের আলয়।
ইচ্ছে ডেকে বলে আমায়
তাকা সম্মুখ পানে
দমকা বাতাস প্রতি কোনায়
উড়ুক মনের ফানুশ
চোখ রাঙ্গিয়ে ভয় ধমকায়
তুই বড্ড ছেলেমানুষ।
তোর একটু খানি বুদ্ধি যেন জাগে
সম্মুখ পানে পা বাড়াবার আগে
ডাইনে বাঁয়ে দেখ চেয়ে
হিসাব কোষে পাকা
পিছনে তোর কি পরে রয়
একটু খানি তাকা।
শুধু যদি করি হিসাব
ধরব কখন পথ?
সামনে আমার রাস্তা দেখি
আর বলতে থাকি হায়।।
হারিয়ে গেলে হয়
অমনি জাগল মনে ভয়-
পৃথিবীটা বিরাট আকার
যায় না দেখা এ পার ও পার
ঘর ছাড়া কি ঘরের হদিস পায়?
হল না আর হারিয়ে যাওয়া
লাগল না তাই পালে হাওয়া
থাকি বসে ঘরের কোণে
ভাবি কেবল মনে মনে
হারিয়ে গিয়ে পেতাম কিনা
স্বপ্নের আলয়।
ইচ্ছে ডেকে বলে আমায়
তাকা সম্মুখ পানে
দমকা বাতাস প্রতি কোনায়
উড়ুক মনের ফানুশ
চোখ রাঙ্গিয়ে ভয় ধমকায়
তুই বড্ড ছেলেমানুষ।
তোর একটু খানি বুদ্ধি যেন জাগে
সম্মুখ পানে পা বাড়াবার আগে
ডাইনে বাঁয়ে দেখ চেয়ে
হিসাব কোষে পাকা
পিছনে তোর কি পরে রয়
একটু খানি তাকা।
শুধু যদি করি হিসাব
ধরব কখন পথ?
সামনে আমার রাস্তা দেখি
তবু চলে না মোর রথ
এমনি করে দিন কেটে যায়আর বলতে থাকি হায়।।
No comments:
Post a Comment