আমার মাঝে লুকিয়ে রাখি আমি
ভুলে থাকি গোপন আমি হিরের চেয় দামী।
নকল আমি গড়ে
প্রতি দিন
তারে নিয়ে আমি
থাকি লীন
ভবের হাটে করতে
থাকি খেলা
গোপন আমি ধুলায়
হেলা ফেলা।
সাঁঝের বেলা
ভাসে শশীর ভেলা
সময় হয় খেলা
ভাঙা খেলার
গোপন আমি বলে
হেসে
এবার আমার
বেলা।।