Thursday, May 17, 2018

No Reason to Stay

Every day a bubble burst
Every day a dream lost
Every day distances stretch
No reason to stay

Every smile a dagger hides
Every word shows different minds
Every step finds roads diverge
No reason to stay.

What’s gone is gone, no returns
What’s done is done, ne’er undone
Times spent will not bend in circles turn
No reason to stay.


বন্দী মুক্তি

বুকের খাঁচায় কথাগুলির গুমরে মরা
ডানা মেলে বারে বারে আছড়ে পড়া

মুক্ত হবার পরানপনে চেষ্টা করা
মনের ঘরে তবু থাকে  বন্দি তারা।

রোজ চলেছে লড়াই তাদের স্বাধীন হবার
ভাগ্যে আছে মরে গিয়ে স্বাদহীন হবার

বাঁচে তবু, বাঁচে তারা মনের জোরে
ঠুলি পরে ঘানির চাকা ঘুরিয়ে মরে।

পেত যদি খোলা আকাশ, খোলা বাতাস
বাঁচার মত বাঁচতে পেয়ে মিটত পিপাস

কার মনে সে জাগিয়ে দিত নতুন আশা
কার মুখেতে জুগিয়ে দিত নতুন ভাষা

নাকি আবার সিংহাসনে জাঁকিয়ে বসে
অন্য মনের কথে কে সে ফেলত পিষে


ভুলে যেত খাঁচার ভিতর বন্দি দশা
ভুলে যেত পুরান সেই বাঁচার আশা।।

Masks

Masks put on 
to face the world
Masks concretized 
to become face
Tortured grimace hides
Behind smiling exteriors
Thoughts, sordid or lofty
Locked under set stance
Impossible to crack
Impregnable as mountains
The mask lives on 
through life
The mask lives on 
beyond death.

Masks crafted
to impress
Masks constructed
to mislead
Agenda unrevealed
Falsification concealed
Photoshopped
Cropped and edited
Living dual lives, or more
Realities beyond reality
A world full of masks
Unable, unwilling
to unmask
in life and death.