Thursday, May 17, 2018

বন্দী মুক্তি

বুকের খাঁচায় কথাগুলির গুমরে মরা
ডানা মেলে বারে বারে আছড়ে পড়া

মুক্ত হবার পরানপনে চেষ্টা করা
মনের ঘরে তবু থাকে  বন্দি তারা।

রোজ চলেছে লড়াই তাদের স্বাধীন হবার
ভাগ্যে আছে মরে গিয়ে স্বাদহীন হবার

বাঁচে তবু, বাঁচে তারা মনের জোরে
ঠুলি পরে ঘানির চাকা ঘুরিয়ে মরে।

পেত যদি খোলা আকাশ, খোলা বাতাস
বাঁচার মত বাঁচতে পেয়ে মিটত পিপাস

কার মনে সে জাগিয়ে দিত নতুন আশা
কার মুখেতে জুগিয়ে দিত নতুন ভাষা

নাকি আবার সিংহাসনে জাঁকিয়ে বসে
অন্য মনের কথে কে সে ফেলত পিষে


ভুলে যেত খাঁচার ভিতর বন্দি দশা
ভুলে যেত পুরান সেই বাঁচার আশা।।

No comments:

Post a Comment