ভুল ঘাটে নাও বেঁধেছ, মাঝী
ষোল আনা জরিমানা
গুনতে হবে আজই।
এ এক এমন রাজার ঘাট
যে রাজা করে না রেয়াত
এখানের নিয়ম সর্বনেশে
সেই নিয়মে পড়লে ধরা
নেহাত মন্দ্য সে বরাত।
এ রাজা কখন যে কি চায়
তার হিসাব রাখাই দায়
সমুখ পানে চলতে বলে
নিজে পিছন দিকে ধায়।
জীবন করে ছিনিমিনি
মাতে মন ভোলানো খেলায়
আবার ডুবু ডুবু হতে দেখে
বলে আয় উঠে আয় নায়।
No comments:
Post a Comment