কান্না থামাও যাজ্ঞসেনী
মিছে করো প্রার্থনা
কৃষ্ণ এবার আসবে না
দ্যুত ক্রীড়ার সভা ঘরে
অন্ধ রাজা বিরাজ করে
মূক ও বোধির হইছে সে
কান্না তোমার শুনবে না
যাদের উপর ভরসা কর
তারা এ তোমায় পণ্য করে
কান্না ছাড়, অস্ত্র ধর
আগুন হয় এবার জ্বল
দুশ্যাসনের অট্টহাসির
ভয়ে ঘরে লুকিও না
কৃষ্ণ এবার আসবে না
কেউ বা রাজার সমর্থনে
বিকিয়েছে মান, হুঁশ যত
কেউ বা শুধুই নেয় গুছিয়ে
নিজের আখের মন মত
তোমার লড়াই তোমার ই থাক
একলা চলা হক জানা
শিরদাঁড়া টা শক্ত থাকুক
কৃষ্ণ যে আর আসবে না।