Tuesday, August 20, 2024

সময় এলো

উলঙ্গ করে যারে
ছিন্ন করে অত্যাচারে
রক্ত ঝরা ক্ষত দেখে
হয় বিজয় গর্বে উল্লসিত 
ক্ষমতার দম্ভে মাতাল
সময় তাদের ঘনিয়ে এল
 
চিতার আগুন ছড়িয়ে গেছে
লক্ষ বক্ষে বহ্নি জ্বলে 
দাবানলের হূহূঁকারে
বসবে এবার শেষ বিচারে 
উঠছে জেগে বিকনর্রা 
ফাটিয়ে গলা তুলছে ঝড়
মানুষ নামের কলঙ্করা 
নেই ক্ষমা, এবার মর।

No comments:

Post a Comment