উলঙ্গ করে যারে
ছিন্ন করে অত্যাচারে
রক্ত ঝরা ক্ষত দেখে
হয় বিজয় গর্বে উল্লসিত
ক্ষমতার দম্ভে মাতাল
সময় তাদের ঘনিয়ে এল
চিতার আগুন ছড়িয়ে গেছে
লক্ষ বক্ষে বহ্নি জ্বলে
দাবানলের হূহূঁকারে
বসবে এবার শেষ বিচারে
উঠছে জেগে বিকনর্রা
ফাটিয়ে গলা তুলছে ঝড়
মানুষ নামের কলঙ্করা
নেই ক্ষমা, এবার মর।
No comments:
Post a Comment