Friday, April 25, 2025

নতুন গড়া

 কে জানে কবে দিন শেষ হয়ে যায়!

আজ আছি দূধে ভাতে

নিশ্চিত চলা দিনে রাতে

এক পরিপূর্ণ যাপন

যেন প্রস্ফুটিত কুসুম 

উজ্জ্বল,  কোমল, সুন্দর 

তবু ক্ষণ স্থায়ী 

ঈশান কোন কালো না হতেই

ধেয়ে আসে তুফান 

এক লহমা,  লন্ড ভন্ড ধরা

এবার শুর নতুন করে গড়া।

No comments:

Post a Comment