Friday, June 5, 2015

সখীর কথা


শোন লো সই, রাইকিশোরী
তুই কেন কেঁদে মরিস?
যাক না কানু মথুরা ধাম,
মোহন বাঁশি লুটাক ধূলায়
রাজার মুকুট উঠুক মাথায়, 
যমুনা তট ডাকবে রাধা নাম।

প্রেম পিরিতি আমারা বুঝি
হিয়ার মাঝারে অগাধ পুঁজি
সে কি জানে না মূল্য অনুমানে,
তাই যায় সে চলে কাজের ছলে
থাকে ভুলে গোপী কুলে

কপট প্রেম ভরা তার প্রাণে।।

No comments:

Post a Comment