Monday, May 16, 2016

চল না বন্ধু

চল না বন্ধু তেপান্তরের মাঠ পেরিয়ে
ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমী কে সঙ্গে নিয়ে
চল না উড়ি পক্ষিরাজের ডানা মেলে
এক নিমেষে ভিন দেশেতে যাব চলে
ঠিক দুপুরে সবাই যখন নিদ্রা মগন
আমরা দুটি ঘুরব জুড়ে সুনীল গগন
দেখবে না কেউ, জানবে না কেউ এমন ঘোরা
বলব যখন গল্প বলি ভাববে ওরা
দত্যি দানা থাকবে না কেউ ওই দেশেতে
পরবে না কেউ বিপদেতে খেলতে এসে
সুও রানী দুও রানির আদর সমান
কন্ঠ ছেড়ে ধরবে দুজন মন মত গান
ভাবিস বুঝি গল্প বলি মিছে মিছে
এসব কথা রুপকাথাতে কেবল আছে
ধর না তবে রুপকাথা কে সিত্তি বলে
নতুন করে বাঁচবে সমাজ ঠিক তা হলে।।


No comments:

Post a Comment