চল না বন্ধু তেপান্তরের মাঠ পেরিয়ে
ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমী কে সঙ্গে নিয়ে
চল না উড়ি পক্ষিরাজের ডানা মেলে
এক নিমেষে ভিন দেশেতে যাব চলে
ঠিক দুপুরে সবাই যখন নিদ্রা মগন
আমরা দুটি ঘুরব জুড়ে সুনীল গগন
দেখবে না কেউ, জানবে না কেউ এমন ঘোরা
বলব যখন গল্প বলি ভাববে ওরা
দত্যি দানা থাকবে না কেউ ওই দেশেতে
পরবে না কেউ বিপদেতে খেলতে এসে
সুও রানী দুও রানির আদর সমান
কন্ঠ ছেড়ে ধরবে দুজন মন মত গান
ভাবিস বুঝি গল্প বলি মিছে মিছে
এসব কথা রুপকাথাতে কেবল আছে
ধর না তবে রুপকাথা কে সিত্তি বলে
নতুন করে বাঁচবে সমাজ ঠিক তা হলে।।
No comments:
Post a Comment