Monday, May 16, 2016

আজ কাল পরশু

আজ শিখছি এক দুই তিন
কাল শিখব চার
নতুন নতুন কত কিছু
পাই শিখে নেবার
মন কে বলি- থাক সামলে
ওলট পালট হলে
মিশে যাবে স্বাদ গুলো সব
ঝালে ঝোলে অম্বলে
আসছে জেটা সামনে, সেটা
করে নে আপন
মুণ্ডু মাথা নাই বা থাকুক
কয়েক টা তো ক্ষণ
জীবন ভরের অঙ্গিকারের
জুগ সে ছলে গেছে
চট জলদি ধাই ধপা ধপ
রইবি পড়ে পিছে
মন্দ কি বা? মুখ বদলের
দিচ্ছে খুকে পথ
কেউ বা সেথা তড়িৎ চলে
কেউ বা চলে শ্লথ।।

No comments:

Post a Comment