ভালোবাসার রঙ কেন লাল?
কে দিল এই রঙ?
হলুদ যদি দিত
খুব কি ক্ষতি হত?
হয়ত বা প্রেমের নামে
রক্ত ঝরা কমে যেত।
আমি কল ভালবাসা দেখেছি
কিছু বাদামী বা ধূসর
যত রূপ তত রঙ
তত পরিচায়
বুকে দোলা দেয়া ভালবাসা
হৃদপিণ্ড নিগড়ান ভালবাসা
ক্ষয়ে শেষ হওয়া ভালবাসা
উন্মাদ ভালবাস
শত রঙ ে রাঙান
অধরা আকাশে।।
কে দিল এই রঙ?
হলুদ যদি দিত
খুব কি ক্ষতি হত?
হয়ত বা প্রেমের নামে
রক্ত ঝরা কমে যেত।
আমি কল ভালবাসা দেখেছি
কিছু বাদামী বা ধূসর
যত রূপ তত রঙ
তত পরিচায়
বুকে দোলা দেয়া ভালবাসা
হৃদপিণ্ড নিগড়ান ভালবাসা
ক্ষয়ে শেষ হওয়া ভালবাসা
উন্মাদ ভালবাস
শত রঙ ে রাঙান
অধরা আকাশে।।
No comments:
Post a Comment