আজ বিকেলে হল লঙ্কা কাণ্ড
দমকা ঝড়ে এলমেল
হল লণ্ডভণ্ড
হাজার জত্ন পরিস্রম
হয়ে গেল পন্ড।
কালকে আবার আর একটা ভোর হবে
রোজনামচা জীবন দুটো
ওমনি এগিয়ে যাবে
মন তখন বুঝবে না
আছে ক্ষতি কিম্বা লাভে।
আজকে শুধু রয়েছি বিষণ্ণ
কপালে কি আছে লেখা
কালের ধারার আছে রাখা
তোমার আমার জন্য
ঝড় ছিল না সামান্ন।।
দমকা ঝড়ে এলমেল
হল লণ্ডভণ্ড
হাজার জত্ন পরিস্রম
হয়ে গেল পন্ড।
কালকে আবার আর একটা ভোর হবে
রোজনামচা জীবন দুটো
ওমনি এগিয়ে যাবে
মন তখন বুঝবে না
আছে ক্ষতি কিম্বা লাভে।
আজকে শুধু রয়েছি বিষণ্ণ
কপালে কি আছে লেখা
কালের ধারার আছে রাখা
তোমার আমার জন্য
ঝড় ছিল না সামান্ন।।
No comments:
Post a Comment