Thursday, February 9, 2017

অপরাধী

তোমায় ভালোবাসা
আমার চরম অপরাধ
সাস্তিতার দিচ্ছ 
দিনে দিন

তোমার আশায় থাকা
এক নিঠুর পরিহাস
প্রতি ক্ষণে
হচ্ছি বিলীন

তোমার মনের দিশা
বোঝা আজও ভার
বৃথা চেষ্টা করছি
অন্তহীন

তোমার দুখের বোঝা
আমার ভাগ্যে লেখা
সূর্য উঠার বেলা
আমিহীন।।

No comments:

Post a Comment