থমকে যাওয়া জীবন
গতিহীন।
প্রতি দিন চলা
স্প্রিয়াহীন।
ফুল ফোটা ঝরা
অর্থহীন।
মাদলের তাল তোলা
বিধিহীন।
তবু ও তো বাঁচা
তবু ও তো চাওয়া
নিরাশার ঘরে
আশা দ্বার খোলা
বেড়ী পরা পায়ে
দূর দেশে চলা
নিরালা বিতান
সুরে সুরে ঢালা।
গতিহীন।
প্রতি দিন চলা
স্প্রিয়াহীন।
ফুল ফোটা ঝরা
অর্থহীন।
মাদলের তাল তোলা
বিধিহীন।
তবু ও তো বাঁচা
তবু ও তো চাওয়া
নিরাশার ঘরে
আশা দ্বার খোলা
বেড়ী পরা পায়ে
দূর দেশে চলা
নিরালা বিতান
সুরে সুরে ঢালা।
No comments:
Post a Comment