এ দেশ ও দেশ ঘুরি
খাল বিল নদী পাড়ি
সাগর ডিঙ্গায়ে চলে যাই
আপনার ঘর নাহি পাই।
কোন ঘর শুধু খাঁচা
কোন ঘর হয়ে মাচা
মন মত নীড় খুঁজে যাই
কেবলি ডানা ঝাপটাই।
খাল বিল নদী পাড়ি
সাগর ডিঙ্গায়ে চলে যাই
আপনার ঘর নাহি পাই।
কোন ঘর শুধু খাঁচা
কোন ঘর হয়ে মাচা
মন মত নীড় খুঁজে যাই
কেবলি ডানা ঝাপটাই।
No comments:
Post a Comment