ভাবছ বুঝি গড়েছ
লখিন্দরের লোহার বাসর ঘর
চারিধার এঁটে বাঁধা
বিপদ কোন হবে না আর পার।
এক কোণে এক ছিদ্র আছে
অজান্তে কাল কেউটে আসে
সাধের বাসর
করে সে ছারখার।
ভাবছ বুঝি রক্ষা পেলে
মাতৃ গর্ভে পরিক্ষিতের মত
দিব্য কবচ পেয়ে হাতে
কত রঙ্গে আছ মেতে
রাজার মুকুট শীরে পরে
বিফল আশায় মর ঘুরে
অভিশাপ যায় ফলে
লুকিয়ে আছে তক্ষক দল শত।।
লখিন্দরের লোহার বাসর ঘর
চারিধার এঁটে বাঁধা
বিপদ কোন হবে না আর পার।
এক কোণে এক ছিদ্র আছে
অজান্তে কাল কেউটে আসে
সাধের বাসর
করে সে ছারখার।
ভাবছ বুঝি রক্ষা পেলে
মাতৃ গর্ভে পরিক্ষিতের মত
দিব্য কবচ পেয়ে হাতে
কত রঙ্গে আছ মেতে
রাজার মুকুট শীরে পরে
বিফল আশায় মর ঘুরে
অভিশাপ যায় ফলে
লুকিয়ে আছে তক্ষক দল শত।।
No comments:
Post a Comment