Friday, October 1, 2021

আমি ভুলতে চাই

 

যত যন্ত্রণা, যত বঞ্চনা

আশা তরণীর

অতলে তে ডোবা

আমি ভুলতে চাই ।

 

কথা দেওয়া নেওয়া

রাগ অনুরাগ

মিষ্টি মধুর স্বপ্নের স্বাদ

আমি ভুলতে চাই।

 

পথ চেয়ে থাকা

আকুলতা মাখা

দুরু দুরু বুক

আমি ভুলতে চাই।

 

মুখে হাসি নিয়ে

বুক ফাটা হায়

অপমান সয়ে ঘরে ফেরা

সব ভুলতে চাই।

 

যত অবহেলা, যত অনাদর

ঘাত প্রতিঘাতে

ছিঁড়ে জাওয়া ডোর

আমি ভুলতে চাই।

 

বিফল আবেগ, মাথা কুটে মরা

পথ পানে চেয়ে

দিন পার করা

আমি ভুলতে চাই।

 

আমি ভুলতে চাই

আমি মুক্তি চাই।।

No comments:

Post a Comment