Tuesday, September 3, 2024

মুক্ত ভাবনা

 কলম তুমি কেড়ে নিয়েছ,  নাও

চিন্তা গুলো  হয় না ছন্দে গাঁথা 

এলোমেলো বেড়াক  আপন মনে

নাই বা থাকুক কোথাও তারা বাঁধা

ডাবনা ভেলা যাক ভেসে যাক

বাষ্প সাগর সামনে খোলা

কূল কিনারা দূর নিশানা 

হক হেলা ফেলা অবহেলা

ছন্দে ধরা দিয়ে দিয়ে

হারিয়েছে তার তীক্ষ্ণ ধার

মুক্তি পেলে এবার বুঝি

ফিরে পাবে আপন আকার।

নতুন জীবন পাক দূর স্থানে 

গাইবে সুখে আপন মনে

শোনাবে সে সাত বাহারি তান

ফিরে পাবে প্রাপ্য সম্মান। ।


No comments:

Post a Comment