Tuesday, September 3, 2024

কলশ কথা

 আমার ছিল মাটির কলশ

কানায় কানায় ভরা 

গড়ন তার সাদা মাটা 

চমক ধমক ছাড়া

হেথা হোথা চোট লাগল

জল ঢালা এক দায়

মন করল আঁকু পাকু 

সোনার কলশ চায়

দামি কলশ সযতনে রাখি

এই বুঝি উধাও হয়ে দেয় ফাঁকি

চমক দেখে মন আত্মহারা

হয় না তাতে জল ভরা

হায়, হায়, হায় তৃষ্ণা তে যায় প্রাণ 

এ কি গেরো, হয়েছি হয়রান।।



No comments:

Post a Comment