আমার ছিল মাটির কলশ
কানায় কানায় ভরা
গড়ন তার সাদা মাটা
চমক ধমক ছাড়া
হেথা হোথা চোট লাগল
জল ঢালা এক দায়
মন করল আঁকু পাকু
সোনার কলশ চায়
দামি কলশ সযতনে রাখি
এই বুঝি উধাও হয়ে দেয় ফাঁকি
চমক দেখে মন আত্মহারা
হয় না তাতে জল ভরা
হায়, হায়, হায় তৃষ্ণা তে যায় প্রাণ
এ কি গেরো, হয়েছি হয়রান।।
No comments:
Post a Comment