দুর্গা, তুমি দুর্গতিনাশিনী
কর শত অসুর নিধান
মা, মহিশাসুরমরদিনি
তাবে কেন হও তুমি
পর অস্ত্রধারিণী?
দেবকুল পেয়ে বিষম ভয়
তোমায় ডেকে পাঠায়ে রণে
করতে শত্রু জয়
তোমার হাতে তাদের অস্ত্র শানে
তোমার অস্ত্র লুকাও কোন খানে?
আপন সাজে নাও মা সেজে
হও মা নির্ভয়
দেব দানবের দ্বন্দ ছেড়ে
এবার কর পাপের লয়।।
No comments:
Post a Comment