আমি চাইনা হতে
গুল বাগিচার
সুগন্ধি গোলাপ
তার রূপ ক্ষণস্থায়ী
তা কে তুলতে গেলে
রক্ত ঝরে
বক্ষে লাগে আঘাত
ও সগন্ধি গলাপ।
তোকে বলে ফুলের রানী
তাই দেখাস গুমোর মানি
তোর অঙ্গ কোমল
আর সঙ্গ বিরল
বাতাস দোলা দিলে
ঝরে পড়িস প্রতিপল
তাই চাইনে তোর আদল
ও সুগন্ধি গলাপ।।
গুল বাগিচার
সুগন্ধি গোলাপ
তার রূপ ক্ষণস্থায়ী
তা কে তুলতে গেলে
রক্ত ঝরে
বক্ষে লাগে আঘাত
ও সগন্ধি গলাপ।
তোকে বলে ফুলের রানী
তাই দেখাস গুমোর মানি
তোর অঙ্গ কোমল
আর সঙ্গ বিরল
বাতাস দোলা দিলে
ঝরে পড়িস প্রতিপল
তাই চাইনে তোর আদল
ও সুগন্ধি গলাপ।।
No comments:
Post a Comment