রোজ আমি নতুন করে লিখি
তুমি আমির হারানো গল্প গাথা
চলতে চলতে হোঁচট খ্যে থামা
ভরি কত পাতার পর পাতা।
রোজ আমি নতুন করে বুঝি
তুমি আমি বলছি দুই কথা
আপন মনে করি আলাপচারি
তুমি আমির ভিন্ন অভিলাশা।
তুমি আমি চলছি অচিন পথ
আসা যাওয়া, উঠা বসা ঘাঁটা
তুমি আমি পৌঁছে গেলে পরে
ফুরিয়ে যাবে ছকে বাঁধা হাঁটা।
তুমি আমির জীবন নিয়ে খেলে
আসে বসে রসিক বিধাতা
ভালো মন্দ হিসাব লিখে রাখে
খুলে নিয়ে চিত্রগুপ্তের খাতা।।
তুমি আমির হারানো গল্প গাথা
চলতে চলতে হোঁচট খ্যে থামা
ভরি কত পাতার পর পাতা।
রোজ আমি নতুন করে বুঝি
তুমি আমি বলছি দুই কথা
আপন মনে করি আলাপচারি
তুমি আমির ভিন্ন অভিলাশা।
তুমি আমি চলছি অচিন পথ
আসা যাওয়া, উঠা বসা ঘাঁটা
তুমি আমি পৌঁছে গেলে পরে
ফুরিয়ে যাবে ছকে বাঁধা হাঁটা।
তুমি আমির জীবন নিয়ে খেলে
আসে বসে রসিক বিধাতা
ভালো মন্দ হিসাব লিখে রাখে
খুলে নিয়ে চিত্রগুপ্তের খাতা।।
No comments:
Post a Comment