Thursday, December 8, 2016

To My Love

Love, never come to me again
     False smiles eschew
Love, never poison me again
      Bring in deaths anew.
My world's a wide open space
     I'll walk all ways
I'll wander in wildernesses
     Hundred miles a day.


Love, never hold me close again
      Give me respite
Love, never burn heart again
      For own delight;
My life's a beauteous place
      I'll drown in hues
And float up with another face
      Emeralds and blues.

Love, I've counted days
      Each time you've fled
Love, I've gone your way
       Although I bled
Hours and days gone by
      In Time's flow
Pains and smiles sail down
     Frozen in ice and snow.

বেদরদি দুনিয়া

বেদরদি দুনিয়া তুই
পিরীত মানিস না
নিয়ম শেকল পায়ে পরিস
ওড়া শিখিস না।

বদনে তোর হাজার বিষ ফোড়া
প্রসাধনের প্রলেপ মেখে ঘোরা
মিথ্যে যে তোর চলন বলন
তুই সত্তি জানিস না।

মুখে তোর ফোটে প্রেমের বুলি
হাত দিয়ে তুই চালাস কেবল গুলি
তোর কথায় কাজে ফারাক ভারি
কেন বুঝিস না?

বেদরদি দুনিয়া তুই
পিরীত মানিস না।
বৃথাই শিকল পায়ে পরিস
ওড়া শিখিস না।।

দুই সখী

সেই আমি শুধোয়ে কুতূহলে
আছে কি মনে আমায়?
স্মৃতি ছবি স্থান পায় কি
মনের কোনায় কোনায়?

এই আমি বলে সুমধুর হেসে
সখী, কেন এত অভিমান?
যত দূরে যাই, যত পালটাই
অমলিন তব স্থান ।

তুমি ছিলে তাই আমার এ নব রূপ
গড়িনি আমারে করি তোমারে ধ্বংস স্তুপ
আমি আছি তাই ধরা আছে তব ছবি
তুমি চাঁদ হও, আমি হব তব রবি।

দেখাস যে ভারি নুতনের গুমোর
পুরান কে পায়ে ঠেলে
চলে গেলি অবহেলে
ফিরে যেতে চায়ে না কি মন তোর?

ছিল জানি সেথা অনেকটা জ্বালা
কন্ঠে দুলেছে কাঁটা ভরা মালা
তবু তো সে চেনা তোর
নতুন হয়ে বাধালি বিপদ ঘোর।

জীর্ণ যা ছিল তোমার মাঝারে
বাসি ছিল যেটা, লাগাতে না কাজে
ঝড় তুলে তারে তুলেছি তো ধরে
খাঁটি টুকু রাখি চিরতরে।

তুই কেন সখী পিছনেতে চাস?
তোর কেন সখী পড়ে দীর্ঘশ্বাস?
মলিন যে তুই হয়েছিস আমি

তুই আমি দোঁহে হয়েছি যে দামি।।

অস্থির

কেন মন মানে না
    জানিনা
কেন দিন কাটে না
   জানিনা
কেন বইছে ধারা
   অকারণ
কেন হারায় তারা
   এ গগন
কেন আশা উঁকি দেয়
   জানিনা
কেন ব্যাথা কথা কয়
   জানিনা
কেন আঁখি ছলকায়
  বারে বার
কেন ভিতি ঘিরে দেয়
  চারিধার
কবে পাব পরিত্রাণ
   জানিনা
কবে হবে অবশান

   জানিনা।।

Tuesday, December 6, 2016

Outcome

A simple seed
sent one shoot
into dark soil
A second pushed
into world of light
Both thrive
a plant grows.
Two parts
grow distant-
outward shoot
spread branches
flowers and fruits
blossomed, attracting
birds and bees;
Downward shoot
stays hidden
holding the bulk
that grows arrogant
day by day
"By myself I stand
why waste time
on ugly root
hidden in depth of land?"
Alas! Branches dropped
birds and bees fled
no longer came to play
tree died one day.

Double Trouble

You do me violence
with weapons
bombs, guns, and missiles
fired in arrogance
tear me to pieces
pierce bodies end to end.
You make me scream
in pain, in fear
You crush me
under churning wheels.
My world you fill
with loss, anguish, anger.
Yet that's not your worst
Your violence digs deeper
to slight, to erase, to belittle
my thoughts
my words
my ways
My being you deny
make me invisible.
That violence
hemorrhages
in silent flow
undercurrent
of dormant volcano.