Thursday, December 8, 2016

বেদরদি দুনিয়া

বেদরদি দুনিয়া তুই
পিরীত মানিস না
নিয়ম শেকল পায়ে পরিস
ওড়া শিখিস না।

বদনে তোর হাজার বিষ ফোড়া
প্রসাধনের প্রলেপ মেখে ঘোরা
মিথ্যে যে তোর চলন বলন
তুই সত্তি জানিস না।

মুখে তোর ফোটে প্রেমের বুলি
হাত দিয়ে তুই চালাস কেবল গুলি
তোর কথায় কাজে ফারাক ভারি
কেন বুঝিস না?

বেদরদি দুনিয়া তুই
পিরীত মানিস না।
বৃথাই শিকল পায়ে পরিস
ওড়া শিখিস না।।

No comments:

Post a Comment