Thursday, December 8, 2016

অস্থির

কেন মন মানে না
    জানিনা
কেন দিন কাটে না
   জানিনা
কেন বইছে ধারা
   অকারণ
কেন হারায় তারা
   এ গগন
কেন আশা উঁকি দেয়
   জানিনা
কেন ব্যাথা কথা কয়
   জানিনা
কেন আঁখি ছলকায়
  বারে বার
কেন ভিতি ঘিরে দেয়
  চারিধার
কবে পাব পরিত্রাণ
   জানিনা
কবে হবে অবশান

   জানিনা।।

No comments:

Post a Comment