সেই আমি শুধোয়ে কুতূহলে
আছে কি মনে আমায়?
স্মৃতি ছবি স্থান পায় কি
মনের কোনায় কোনায়?
এই আমি বলে সুমধুর হেসে
সখী, কেন এত অভিমান?
যত দূরে যাই, যত পালটাই
অমলিন তব স্থান ।
তুমি ছিলে তাই আমার এ নব রূপ
গড়িনি আমারে করি তোমারে ধ্বংস স্তুপ
আমি আছি তাই ধরা আছে তব ছবি
তুমি চাঁদ হও, আমি হব তব রবি।
দেখাস যে ভারি নুতনের গুমোর
পুরান কে পায়ে ঠেলে
চলে গেলি অবহেলে
ফিরে যেতে চায়ে না কি মন তোর?
ছিল জানি সেথা অনেকটা জ্বালা
কন্ঠে দুলেছে কাঁটা ভরা মালা
তবু তো সে চেনা তোর
নতুন হয়ে বাধালি বিপদ ঘোর।
জীর্ণ যা ছিল তোমার মাঝারে
বাসি ছিল যেটা, লাগাতে না কাজে
ঝড় তুলে তারে তুলেছি তো ধরে
খাঁটি টুকু রাখি চিরতরে।
তুই কেন সখী পিছনেতে চাস?
তোর কেন সখী পড়ে দীর্ঘশ্বাস?
মলিন যে তুই হয়েছিস আমি
তুই আমি দোঁহে হয়েছি যে
দামি।।
No comments:
Post a Comment