Friday, July 21, 2017

শিকে ছেঁড়াম

আজকে বড় আমার ঘরে এলে
রাজামশাই?
সুও আবার রাগ করেছে বুঝি
ময়না টি তার কইছে না আর কথা
নাকি মতির মালা লাগছে কণ্ঠে ভার
কিছুই ভালো লাগছে না তার
গোসা ঘরে খিল পড়ল শোন
কইবে কথা, উপাই যে নেই কোন।
বস তবে আমার কুটির ঘরে
ছলা মোটর আনি তোমার তরে
রোজ তো কত মন্ডা মিঠাই পাও
আজকে না হয় সল্প আহার খাও
যত্ন করে পেটে দেব আসন
বস সেথায় রাজান।।

No comments:

Post a Comment