ভাসিয়ে দিলাম ভালোবাসা
স্রোতের টানে
উরিয়ে দিলাম ভালোবাসা
আকাশ পানে
গান গেয়ে যাই, গান গেয়ে যাই
আপন মনে।
নাই বা কোথাউ মিলল বাসা
নাই বা পুরাক মনের আশা
যাব আমি যাব এবার
মরণ দানে
গান গেয়ে যাই গান গেয়ে যাই
আপন মনে।।
স্রোতের টানে
উরিয়ে দিলাম ভালোবাসা
আকাশ পানে
গান গেয়ে যাই, গান গেয়ে যাই
আপন মনে।
নাই বা কোথাউ মিলল বাসা
নাই বা পুরাক মনের আশা
যাব আমি যাব এবার
মরণ দানে
গান গেয়ে যাই গান গেয়ে যাই
আপন মনে।।
No comments:
Post a Comment