Monday, July 24, 2017

চলার গান

ভাসিয়ে দিলাম ভালোবাসা
স্রোতের টানে
উরিয়ে দিলাম ভালোবাসা
আকাশ পানে
গান গেয়ে যাই, গান গেয়ে যাই
আপন মনে।
নাই বা কোথাউ মিলল বাসা
নাই বা পুরাক মনের আশা
যাব আমি যাব এবার
মরণ দানে 
গান গেয়ে যাই গান গেয়ে যাই
আপন মনে।।

No comments:

Post a Comment