Wednesday, August 23, 2017

জাগো দুর্গা

দুর্গা তুমি আসুর দলনকারিণী
মরতে চলে তোমার পূজা
তবে তুমি আজ্ঞা পালিনী
পুরুশ তোমায় যোদ্ধা সাজায়
দিয়ে দশাতে দশ অস্ত্র
তাই না নিয়ে যুদ্ধ করো
কারে করো তস্ত্র
মারছ যারে রণ রোষে
সে নয়ে স্বারগহারি
ন্যায্য দাবি তুলতে সে
হয়েছে অস্ত্রধারী
তুমি নাকি জগন্মাতা
বোঝ না এই ছলজ্যগে জুগে রইলে হয়ে
পুতুল নাছের কল
ইচ্ছে মত সাজায়ে তোমায়ে
কন্যা, মাতা, জায়া
ভুলে তুমি আছ আজও
আপন রূপ ও কায়া
জাগো দুর্গা জাগ
নিজের বলে হও বলিয়ান
মহ নিদ্রা ত্যাগ।

Thursday, August 17, 2017

Repercussions

You did not heed, O gods of Indralok
While mortals groaned and cried
While lust and hate swept earth
While innocents were brutalized and killed.
You turned blind eyes, O gods of Indralok
While rampant rage ran amok
While helpless pleas filled skies
While parched lips and bulging eyes died.
Your heaven you thought secure
Your thrones everlasting
Mired in pleasure, drowned in wealth
In silo of power you lived, O gods of Indralok
As venom flowed and swept and flooded
As venom rose higher even higher
Reaching exalted spaces, touching untouched grounds
Swarming like locusts shadowing blue skies.
Whither now, O gods of Indralok?
None to stand by, none to come to aid
With silence, you killed those that could come to aid
Apathy stole your grace, inaction dug your graves.

Friday, August 11, 2017

মুখোশ মেলা

কাজের মুখোশ
সাজের মুখোশ
মুখোশ রকমারি
ভালর মুখোশ
আলোর মুখোশ
আমরা মুখশধারি।
ঘরে মুখোশ
বাইরে মুখোশ
মুখোশ সারি সারি
দিনের মুখোশ
রাতের মুখোশ
মুখোশ পরে মরি।
আজ এ মুখোশ
কাল ও মুখোশ
সময় মেনে চলি
উল্টো মুখোশ
সোজা মুখোশ
মুখোশ ঝুড়ি ঝুড়ি।
কোনটা আসল 
কোনটা মুখোশ
চিনতে কি আর পারি?
আসল ভেবে 
পরছি মুখোশ
সেই জ্বালাতেই জ্বলি।।

This day I promse

I promise today
familiar I'll discard
my known ways
my known days
faces I own
names well known
words I've used
language spoken
comforts worn
give them up in a go
to walk away
to other shores
where pain awaits
where dreams awake
leave behind
my cup of woes
my shame, shallow griefs
cut the cord
with a ruthless knife
nothing to lose
and nothing to gain
a hundred miles
to walk again.