Friday, August 11, 2017

মুখোশ মেলা

কাজের মুখোশ
সাজের মুখোশ
মুখোশ রকমারি
ভালর মুখোশ
আলোর মুখোশ
আমরা মুখশধারি।
ঘরে মুখোশ
বাইরে মুখোশ
মুখোশ সারি সারি
দিনের মুখোশ
রাতের মুখোশ
মুখোশ পরে মরি।
আজ এ মুখোশ
কাল ও মুখোশ
সময় মেনে চলি
উল্টো মুখোশ
সোজা মুখোশ
মুখোশ ঝুড়ি ঝুড়ি।
কোনটা আসল 
কোনটা মুখোশ
চিনতে কি আর পারি?
আসল ভেবে 
পরছি মুখোশ
সেই জ্বালাতেই জ্বলি।।

No comments:

Post a Comment