Wednesday, August 23, 2017

জাগো দুর্গা

দুর্গা তুমি আসুর দলনকারিণী
মরতে চলে তোমার পূজা
তবে তুমি আজ্ঞা পালিনী
পুরুশ তোমায় যোদ্ধা সাজায়
দিয়ে দশাতে দশ অস্ত্র
তাই না নিয়ে যুদ্ধ করো
কারে করো তস্ত্র
মারছ যারে রণ রোষে
সে নয়ে স্বারগহারি
ন্যায্য দাবি তুলতে সে
হয়েছে অস্ত্রধারী
তুমি নাকি জগন্মাতা
বোঝ না এই ছলজ্যগে জুগে রইলে হয়ে
পুতুল নাছের কল
ইচ্ছে মত সাজায়ে তোমায়ে
কন্যা, মাতা, জায়া
ভুলে তুমি আছ আজও
আপন রূপ ও কায়া
জাগো দুর্গা জাগ
নিজের বলে হও বলিয়ান
মহ নিদ্রা ত্যাগ।

No comments:

Post a Comment