Tuesday, October 18, 2022

ও সই

 ও সই, তুই চললি কোথা

যমুনা তো বহু দূর

মিছেই তুই ভাবিস সেথা

কানু আজও বাজায় সুর

ভুলে যা সে সব কোথা

মনে কর না গল্প গাথা

তার চেয়ে চল দুই জনাতে

উঠি আবার খেলায় মেতে

সাজাই আর এক পুতুল ঘর

ভাসাই ভেলা মেঘের ওপর

আকাশ জোড়া বাসা বেঁধে

না পাওয়াদের দূরে রেখে

চল চলে যাই অচিন পুর।


বন্ধু কে চিঠি

অনেক দিন পর চিঠি লিখছি আবার

সেই যে চলে গেলে সে দিন

ভাবিনি তো এমন হবে

তাই কেমন হারিয়ে গেলাম

এতো দিনে ফিরে এলাম 

আজ বলছি, সত্যি করে

আমি এখন ভাল আছি  

কাজ সামলে অঢেল সময়

পুরন সখ, নতুন শেখা

এক সাথে চলেছে তাই

বেশ লাগে, যখন প্রশংসা পাই

একা লাগা, কান্নাকাটি

যদি হোতোর নেই বালাই

পেছনে ফেলে চলেছে 

অন্য ভরের খোঁজে।

যেদিন পাব, জানাব তোমাকে

চিঠি লিখে

আজ আসি।

কার কি

 বলে বটে "জীবন মানে এগিয়ে চলা"

না হয় সেটাই সত্যি 

তবুও বলি, না যদি চলি

কার কি?

এক জায়েগায় দাঁড়িয়ে থেকে

কেবল যদি পা ঠুকি

কার কি?

যতই আমি এগিয়ে চলি

কিছু তো পিছনে ফেলি

সে পিছুটান কাঁধে নেওয়া

কম হয় তার ভার কি!

তাই তো বলি- কার কি?

মন যদি চায় চলতে, যাব

থামতে চাইলে, তাই নেব

পিচে মোড়া রাস্তা ছাড়া

আলের পথ ও যায় ধরা

চলুক খেলা থামা চলার

সেটা ভাল নয় কি?

জেতা ইচ্ছে বেছে নিয়ে

বলব হেসে- কার কি! 


Priorities

 It's strange, the way we prioritize

Heart over mind, or mind over heart

Or may be just keep them apart

Choose according to day and clime

Neither wrong, nor right

 Permutations, combinations, plain hind sight

Never whole, never complete

Leaving gaps, with crevices replete 

Longing for winter sun in rains

Comfort of hearths while speeding down lanes

There's a this or a that

 Why not a holistic goal

Of both at the same time

why let life run in straight lines

Mingle and mix, match and mismatch

Create new patterns with bits of patch.


The Reason I Write

 Why do I write each day?

To share my thoughts

To bring you back my way?

No, it's not as you think

There are other links 

Than assumptions you make

I know I have what it takes

To be my own roommate

To defy buffeting winds

To soar above thundering clouds

These musings are all my own

Self-directed, self-owned

A litany, perhaps, oft repeated

Teaching me the art

Of dealing with pain

No more, no less

Not to glorify, nor redress

Confessions of the soul

Coming to terms with new and old

Loves, losses, ardours, mundane

Rolled into words, de-stressing strain.