ও সই, তুই চললি কোথা
যমুনা তো বহু দূর
মিছেই তুই ভাবিস সেথা
কানু আজও বাজায় সুর
ভুলে যা সে সব কোথা
মনে কর না গল্প গাথা
তার চেয়ে চল দুই জনাতে
উঠি আবার খেলায় মেতে
সাজাই আর এক পুতুল ঘর
ভাসাই ভেলা মেঘের ওপর
আকাশ জোড়া বাসা বেঁধে
না পাওয়াদের দূরে রেখে
চল চলে যাই অচিন পুর।
No comments:
Post a Comment