Tuesday, October 18, 2022

কার কি

 বলে বটে "জীবন মানে এগিয়ে চলা"

না হয় সেটাই সত্যি 

তবুও বলি, না যদি চলি

কার কি?

এক জায়েগায় দাঁড়িয়ে থেকে

কেবল যদি পা ঠুকি

কার কি?

যতই আমি এগিয়ে চলি

কিছু তো পিছনে ফেলি

সে পিছুটান কাঁধে নেওয়া

কম হয় তার ভার কি!

তাই তো বলি- কার কি?

মন যদি চায় চলতে, যাব

থামতে চাইলে, তাই নেব

পিচে মোড়া রাস্তা ছাড়া

আলের পথ ও যায় ধরা

চলুক খেলা থামা চলার

সেটা ভাল নয় কি?

জেতা ইচ্ছে বেছে নিয়ে

বলব হেসে- কার কি! 


No comments:

Post a Comment