Tuesday, October 18, 2022

বন্ধু কে চিঠি

অনেক দিন পর চিঠি লিখছি আবার

সেই যে চলে গেলে সে দিন

ভাবিনি তো এমন হবে

তাই কেমন হারিয়ে গেলাম

এতো দিনে ফিরে এলাম 

আজ বলছি, সত্যি করে

আমি এখন ভাল আছি  

কাজ সামলে অঢেল সময়

পুরন সখ, নতুন শেখা

এক সাথে চলেছে তাই

বেশ লাগে, যখন প্রশংসা পাই

একা লাগা, কান্নাকাটি

যদি হোতোর নেই বালাই

পেছনে ফেলে চলেছে 

অন্য ভরের খোঁজে।

যেদিন পাব, জানাব তোমাকে

চিঠি লিখে

আজ আসি।

No comments:

Post a Comment