ঘরের কোনে ভাল থাকি
দিন যাপনের নামতা পড়ি
স্মৃতির ভাঁড়ার হাতড়ে চলি
নিজের সাথে কথা বলি
ভাবনা আসে আপন মনে
মিলায় আবার আকাশ কোনে
প্রহর কাটে, কাটে বেলা
চাহিদাদের ফুরায় খেলা
যাত্রা আছে, নেই ঠিকানা
মনে মনে মন কে জানা
ডাইনে বাঁয়ে সামনে পিছে
ছুটি কেন মিছে মিছে
থাক না তোরা বাস্ত কাজে
আমার জগত আমার মাঝে।।
No comments:
Post a Comment