Saturday, February 4, 2023

বিদায় নিলাম

 তোমাদের আলোর মহাসভায় 

হারাবে মোর ছোট্ট প্রদীপ খানি

জানি, সে কথা জানি

তবু ও এসেছি বলে যেতে

বিদায়, বন্ধু, বিদায়

ক্ষণিকের দেখা, ক্ষণিকের কথা 

হয়েছিল মোহময় 

রহিবে সে হৃদি ময় 

 

বসন্ত এসে চলে যায় হেসে

ধরা থাকে না রঙ্গিন দিন

নদী স্রোত শুধু চলে অবিরাম 

নাহি কোন বিশ্রাম 

স্রোতে ভাসমান শেওল যেমন

নেই কোন স্তিথি, নেই কো বিরাম 

এ পথে যদি বা নাই আসি আর

মনে রবে না আমাকে জানি।।

No comments:

Post a Comment