Wednesday, November 30, 2022

তুমি ও আমি

 জোর করে ধরে রাখায়ে আমার স্পৃহা নেই

ভাল করে জান তুমি

যদি চলে যেতে চাও, চলে যাও

নিজেকে সামলে নেব আমি।


আদায় করা আমার নিতি নয়

ভাল করে বোঝ তুমি

যদি দিতে না চাও, নাই বা দাও

নিজেকে বুঝিয়ে নেব আমি।


ভালবাসায় হিসাব কসিনি আমি

অজানা না তা তোমার

যদি ছক মিলিয়ে ভালবাস, তাই কর

নিজেকে ভুলিয়ে নেব আমি।


আলোর অপর পারে আঁধার আছে

কায়ার সাথে হাঁটে ছায়া

যদি দুই জগতে চলতে চাও, তাই কর

নিজের জাগত গড়ে নেব আমি।।

No comments:

Post a Comment