Tuesday, September 3, 2024

কলশ কথা

 আমার ছিল মাটির কলশ

কানায় কানায় ভরা 

গড়ন তার সাদা মাটা 

চমক ধমক ছাড়া

হেথা হোথা চোট লাগল

জল ঢালা এক দায়

মন করল আঁকু পাকু 

সোনার কলশ চায়

দামি কলশ সযতনে রাখি

এই বুঝি উধাও হয়ে দেয় ফাঁকি

চমক দেখে মন আত্মহারা

হয় না তাতে জল ভরা

হায়, হায়, হায় তৃষ্ণা তে যায় প্রাণ 

এ কি গেরো, হয়েছি হয়রান।।



মুক্ত ভাবনা

 কলম তুমি কেড়ে নিয়েছ,  নাও

চিন্তা গুলো  হয় না ছন্দে গাঁথা 

এলোমেলো বেড়াক  আপন মনে

নাই বা থাকুক কোথাও তারা বাঁধা

ডাবনা ভেলা যাক ভেসে যাক

বাষ্প সাগর সামনে খোলা

কূল কিনারা দূর নিশানা 

হক হেলা ফেলা অবহেলা

ছন্দে ধরা দিয়ে দিয়ে

হারিয়েছে তার তীক্ষ্ণ ধার

মুক্তি পেলে এবার বুঝি

ফিরে পাবে আপন আকার।

নতুন জীবন পাক দূর স্থানে 

গাইবে সুখে আপন মনে

শোনাবে সে সাত বাহারি তান

ফিরে পাবে প্রাপ্য সম্মান। ।


Tuesday, August 20, 2024

অস্ত্র ধর যাজ্ঞসেনী

 

কান্না থামাও যাজ্ঞসেনী
মিছে করো প্রার্থনা
কৃষ্ণ এবার আসবে না
দ্যুত ক্রীড়ার সভা ঘরে 
অন্ধ রাজা বিরাজ করে
মূক ও বোধির হইছে সে
কান্না তোমার শুনবে না

যাদের উপর ভরসা কর
তারা এ তোমায় পণ্য করে
কান্না ছাড়, অস্ত্র ধর
আগুন হয় এবার জ্বল
দুশ্যাসনের অট্টহাসির
ভয়ে ঘরে লুকিও না
কৃষ্ণ এবার আসবে না

কেউ বা রাজার সমর্থনে
বিকিয়েছে মান, হুঁশ যত
কেউ বা শুধুই নেয় গুছিয়ে
নিজের আখের মন মত
তোমার লড়াই তোমার ই থাক
একলা চলা হক জানা
শিরদাঁড়া টা শক্ত থাকুক 
কৃষ্ণ যে আর আসবে না।

সময় এলো

উলঙ্গ করে যারে
ছিন্ন করে অত্যাচারে
রক্ত ঝরা ক্ষত দেখে
হয় বিজয় গর্বে উল্লসিত 
ক্ষমতার দম্ভে মাতাল
সময় তাদের ঘনিয়ে এল
 
চিতার আগুন ছড়িয়ে গেছে
লক্ষ বক্ষে বহ্নি জ্বলে 
দাবানলের হূহূঁকারে
বসবে এবার শেষ বিচারে 
উঠছে জেগে বিকনর্রা 
ফাটিয়ে গলা তুলছে ঝড়
মানুষ নামের কলঙ্করা 
নেই ক্ষমা, এবার মর।

Thursday, January 25, 2024

As I pass

 No tears, nor grief as I go

Life comes full circle birth to death

Time betwix but a journey

Lived, loved, traversed

Through gladness and sadness

Through riddles and puzzles

Each unique, challenge to ingenuity

A new lesson learnt

Moments flowing yet frozen

Now it's complete

A tapestry full woven

Treasured or torn as you wish

My work is done.