My work is done.
Thoughts and feelings; opinions and perspectives. Glimpses offers a view of my mind and heart.
My work is done.
I have an itch, almost a twitch
To pour out thoughts and feelings
I know it's a curse, adds nothing to purse
Yet I still keep on repeating
The other side's too wise to bait to rise
Bottles up to keep 'em spilling
An opposite flow, in two directions go
The twain can ne'er come a meeting.
আমার ছিল মাটির কলশ
কানায় কানায় ভরা
গড়ন তার সাদা মাটা
চমক ধমক ছাড়া
হেথা হোথা চোট লাগল
জল ঢালা এক দায়
মন করল আঁকু পাকু
সোনার কলশ চায়
দামি কলশ সযতনে রাখি
এই বুঝি উধাও হয়ে দেয় ফাঁকি
চমক দেখে মন আত্মহারা
হয় না তাতে জল ভরা
হায়, হায়, হায় তৃষ্ণা তে যায় প্রাণ
এ কি গেরো, হয়েছি হয়রান।।
কলম তুমি কেড়ে নিয়েছ, নাও
চিন্তা গুলো হয় না ছন্দে গাঁথা
এলোমেলো বেড়াক আপন মনে
নাই বা থাকুক কোথাও তারা বাঁধা
ডাবনা ভেলা যাক ভেসে যাক
বাষ্প সাগর সামনে খোলা
কূল কিনারা দূর নিশানা
হক হেলা ফেলা অবহেলা
ছন্দে ধরা দিয়ে দিয়ে
হারিয়েছে তার তীক্ষ্ণ ধার
মুক্তি পেলে এবার বুঝি
ফিরে পাবে আপন আকার।
নতুন জীবন পাক দূর স্থানে
গাইবে সুখে আপন মনে
শোনাবে সে সাত বাহারি তান
ফিরে পাবে প্রাপ্য সম্মান। ।
No tears, nor grief as I go
Life comes full circle birth to death
Time betwix but a journey
Lived, loved, traversed
Through gladness and sadness
Through riddles and puzzles
Each unique, challenge to ingenuity
A new lesson learnt
Moments flowing yet frozen
Now it's complete
A tapestry full woven
Treasured or torn as you wish
My work is done.