Monday, September 4, 2017

পথ বদল

যে ঘাটেতে ভিড়ল তরী
সেথা নাই আনাগোনা
একলা মাঝি বসে আছি
লয়ে শূন্য তরীখানা
প্রহর কাটাই আশে আশে
ওই বুঝি কেউ ঘাটে আসে
এলে কি আর হবে তাদের
কথা বলা শোনা?
ওরা যাবে চলে আপন কুলে
আবার চলবে প্রহর গোনা।
থাক তবে এই বিকল তরী
চলার পথ এবার ধরি
ঠিকানা না পাই যদি
হবে পথে তে পথ চেনা
হবে নতুন দিশা জানা।।

No comments:

Post a Comment