Monday, September 25, 2017

কাটাকুটি খেলা

এই দেখ সুত কাটা ঘুডি
বাতাসেতে টান মারে
বলি উড়ি উড়ি
থেমে গেলে অহেতুক
মুখ গুঁজে পড়ি
ওরে আমি সুত কাটা ঘুড়ি।

এই দেখ শাওলার দল
ভেসে  চলি দেশে দেশে
ভুলে কোলাহল
কে বা তাকে টানে বুকে
বল তোরা বল
ওরে মোরা শাওলার দল।

এই দেখ এক মুঠি ধুলি
পথ জুড় পড়ে থাকা
করি না তো ছল
গায়ে পায়ে লেগে গেলে
শুনি ধুয়ে ফেলি
ওরে আমি এক মুঠি ধুলি।

এই দেখ নীড় ভাঙা পাখী
ডালে ডালে গিয়ে বসি
মেলে না তো ঠাঁই
অকারণ ঘুরে মরি
করি ডাকাডাকি
ওরে আমি নীড় ভাঙা পাখী।।



Monday, September 4, 2017

কাজ নেই

কাজ নেই

চল বসে তাশ খেলি
গুন গুন গেয়ে ফেলি
দুই কলি।

এলো মেল চিন্তার হাতছানি
কেন ভাবা, কেন হাসা
কি বা জানি।

গোল বাধে রোজ রোজ
তাই মনে
শীত টা পড়েছিলো কনকনে

প্যাচ পেচে দুপুর টা
মনে করে
হাত পাখা আমি টানি।

Price of Indifference

The World's on fire
That's no reason to fret
We'll play our games
Without regrets
Games of pretense
Games of joy
Games that help forget
Used as a ploy.
There's pain around
And hopelessness
Nero, they say, fiddled away
As his Rome burned
We will go a step ahead
Keep in our heads
Fires burn others
To us, there's no threat
And when the giant
Reaches our door
We'll scream, we'll call out
Till we are no more
But others will go on
Playing their games
Staying a safe distance
From those flames.

Draupadi: Shame redefined

Shame is in mind
A political construct
Devised to consume
Devised to control
Brutality, torture, rape
My fear gives you power
My shame marks your victory
Unclothe me-you can
I alone reclothe self
Stand before this mangled body
As I howl my defiance
Your weapons too weak
To cut through
Your power shattered
When I shed shame
now fear your handicraft
Look on and shudder
Victim turns Victor. 

Evergreen Leaves

O leaves of evergreen tree
You do not fall
You do not fade
forever standing
Like sentries at gates
Smiling by morn
Smiling at night
in your greenery
The world delights
you take no rest
Though you grow old
Your colourful lives
Busy yet cold
On other trees
leaves fall and regrow
You stand and you stand
Nowhere to go.
Burnt in sun
Drenched in rain
Swaying and bowing
To winds of change
You leap and grow
From strength to strength.
O leaves of evergreen tree
Enter my heart and make me thee.

পথ বদল

যে ঘাটেতে ভিড়ল তরী
সেথা নাই আনাগোনা
একলা মাঝি বসে আছি
লয়ে শূন্য তরীখানা
প্রহর কাটাই আশে আশে
ওই বুঝি কেউ ঘাটে আসে
এলে কি আর হবে তাদের
কথা বলা শোনা?
ওরা যাবে চলে আপন কুলে
আবার চলবে প্রহর গোনা।
থাক তবে এই বিকল তরী
চলার পথ এবার ধরি
ঠিকানা না পাই যদি
হবে পথে তে পথ চেনা
হবে নতুন দিশা জানা।।