Monday, September 25, 2017

কাটাকুটি খেলা

এই দেখ সুত কাটা ঘুডি
বাতাসেতে টান মারে
বলি উড়ি উড়ি
থেমে গেলে অহেতুক
মুখ গুঁজে পড়ি
ওরে আমি সুত কাটা ঘুড়ি।

এই দেখ শাওলার দল
ভেসে  চলি দেশে দেশে
ভুলে কোলাহল
কে বা তাকে টানে বুকে
বল তোরা বল
ওরে মোরা শাওলার দল।

এই দেখ এক মুঠি ধুলি
পথ জুড় পড়ে থাকা
করি না তো ছল
গায়ে পায়ে লেগে গেলে
শুনি ধুয়ে ফেলি
ওরে আমি এক মুঠি ধুলি।

এই দেখ নীড় ভাঙা পাখী
ডালে ডালে গিয়ে বসি
মেলে না তো ঠাঁই
অকারণ ঘুরে মরি
করি ডাকাডাকি
ওরে আমি নীড় ভাঙা পাখী।।



No comments:

Post a Comment