কাজ নেই
চল বসে তাশ খেলি
গুন গুন গেয়ে ফেলি
দুই কলি।
এলো মেল চিন্তার হাতছানি
কেন ভাবা, কেন হাসা
কি বা জানি।
গোল বাধে রোজ রোজ
তাই মনে
শীত টা পড়েছিলো কনকনে
প্যাচ পেচে দুপুর টা
মনে করে
হাত পাখা আমি টানি।
চল বসে তাশ খেলি
গুন গুন গেয়ে ফেলি
দুই কলি।
এলো মেল চিন্তার হাতছানি
কেন ভাবা, কেন হাসা
কি বা জানি।
গোল বাধে রোজ রোজ
তাই মনে
শীত টা পড়েছিলো কনকনে
প্যাচ পেচে দুপুর টা
মনে করে
হাত পাখা আমি টানি।
No comments:
Post a Comment